নয়াদিল্লিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

নয়াদিল্লির চার তলা ভবনটি ধসে পড়লে ১১ জন নিহত হন। ছবি: এক্স থেকে সংগৃহীত
নয়াদিল্লির চার তলা ভবনটি ধসে পড়লে ১১ জন নিহত হন। ছবি: এক্স থেকে সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির শহরতলীতে একটি চারতলা আবাসিক ভবন ধসে তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে।

আজ রোববার এএফপি এই তথ্য জানিয়েছে।

এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে চার জনের মৃত্যু নিশ্চিত হয়। তবে ভবনে তখনো আরও দশ জন আটকে ছিলেন।

শনিবার ভোরের এই দুর্ঘটনার পর উদ্ধারকারীরা দিনভর ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালায়।

এনডিটিভির প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি ১১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। আরও ১১ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ জনের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন।

মোদির কার্যালয় থেকে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলা হয়, 'যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

সম্প্রতি মোদির ক্ষমতাসীন বিজেপি দল প্রায় তিন দশক পর দিল্লির রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

দিল্লির ক্যাবিনেট মন্ত্রী ও বিজেপি নেতা কপিল মিশ্র এই দুর্ঘটনার জন্য মিউনিসিপাল সরকারের দুর্নীতিকে দায় দেন।

তিনি এক্সে দেওয়া বার্তায় বলেন, 'অননুমোদিত ভবন নির্মাণের কারণে এ ধরনের ঘটনা বার বার ঘটতেই থাকবে।'

উল্লেখ্য, এখনো মিউনিসিপাল সরকারের নেতৃত্ব দিচ্ছে আম আদমি পার্টি।

'এ ধরনের সকল অবৈধ ও অননুমোদিত ভবনে জরিপ কার্যক্রম চালানো জরুরি। প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে', যোগ করেন তিনি।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, চার তলা ভবনটি 'তাসের ঘরের মতো ধসে পড়ে'।

Comments

The Daily Star  | English
special security for foreign investors in Bangladesh

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

3h ago