উইজডেনের বর্ষসেরা বুমরাহ

ছবি: সংগৃহীত

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বিচারে ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। একই দেশের ব্যাটার স্মৃতি মান্ধানা পেয়েছেন বর্ষসেরা নারী ক্রিকেটারের স্বীকৃতি।

মঙ্গলবার প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ ১৬১তম সংস্করণে সেরা হিসেবে তাদেরকে বেছে নেওয়া হয়েছে। পুরুষ বিভাগে 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' হয়েছেন বুমরাহ, নারী বিভাগে 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' হয়েছেন মান্ধানা।

'লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। 'উইজডেন ট্রফি ফর আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল টেস্ট পারফরম্যান্স' গেছে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের ঝুলিতে।

গত বছর সব মিলিয়ে ১৩ টেস্টে ৭১ উইকেট নেন বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় বোলিং আক্রমণের প্রধান স্তম্ভ ছিলেন ৩১ বছর বয়সী পেসার। নভেম্বরে শুরু হয়ে চলতি বছরের জানুয়ারিতে সমাপ্ত হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে একাই প্রতিপক্ষের ব্যাটারদের ত্রাস সৃষ্টি করেন। অসাধারণ বোলিং নৈপুণ্যে তিনি ৩২ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন।

শুধু টেস্ট ক্রিকেটেই নয়, ২০২৪ সালে সীমিত ওভারের ক্রিকেটেও বুমরাহর অবদান অনস্বীকার্য। গত জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে মাত্র ১৮ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট দখল করেন তিনি।

উইজডেন ২০০৩ সাল থেকে 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' নির্বাচন করে আসছে। এই সম্মাননা জেতা ভারতের চতুর্থ ক্রিকেটার বুমরাহ। বীরেন্দর শেবাগ ২০০৮ ও ২০০৯ সালে পরপর দুবার এই স্বীকৃতি লাভ করেন। এরপর ২০১০ সালে শচীন টেন্ডুলকার এবং ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিন বছর বিরাট কোহলি নির্বাচিত হন।

উইজডেনের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী স্বীকৃতি হলো 'বছরের সেরা পাঁচ ক্রিকেটার'। সেই তালিকায় আছেন গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, ড্যান ওরাল, লিয়াম ডসন ও সোফি এক্লেস্টোন। সাধারণত, ইংল্যান্ডের গ্রীষ্মকালীন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী ক্রিকেটারদের বিবেচনায় নিয়ে এই পাঁচজনকে নির্বাচন করা হয়।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

2h ago