ঢাকা কলেজের সঙ্গে ৩ দফা সংঘর্ষ, সিটি কলেজ ২ দিন বন্ধ ঘোষণা

ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে ভাঙচুর চালায়। ছবি: স্টার

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একদিনে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিন দফা সংঘর্ষ হয়েছে। 

এ ঘটনায় সিটি কলেজ প্রশাসন দুই দিনের জন্য কলেজ ছুটি ঘোষণা করেছে। 

ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আহত অন্তত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রথম দফা, দুপুর ২টায় দ্বিতীয় দফা ও বিকেল পৌনে ৩টায় তৃতীয় দফা সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা।

প্রথম দফায় সংঘর্ষ তীব্র হলে, রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: স্টার

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সেসময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে।

দুপুরের পর উভয়পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি ও রড দিয়ে ধাওয়া দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ের কাছে ওভারব্রিজের নিচে জড়ো হয়। একই সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হয়।

তখন সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ভবন থেকে বেরিয়ে আসে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে ও আরও এক দফা সংঘর্ষের সূত্রপাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার পরিস্থিতি শান্ত হয়।

পুলিশ জানায়, গতকালের একটি ঘটনার জেরে আজকের সংঘর্ষের সূত্রপাত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, 'সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল সায়েন্সল্যাব ওভারব্রিজে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সাদা কলেজড্রেসের কয়েকজন ধাওয়া দেয়। তখন ওই শিক্ষার্থী সিঁড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে বেল্ট দিয়েও পেটানো হয়।'

তিনি বলেন, 'পরে ঢাকা কলেজের প্রায় ২০০-২৫০ শিক্ষার্থী সিটি কলেজের সামনে জড়ো হয় এবং আশেপাশের এলাকা ভাঙচুর শুরু করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।'

'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তখন কেউ কেউ আমাদের দিকেও ইট-পাটকেল ছোড়ে,' বলেন তিনি।

বিকেল সোয়া ৩টার দিকে সিটি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানায় এবং দুই দিনের জন্য কলেজ বন্ধের ঘোষণা দেয়।

Comments

The Daily Star  | English

Govt forms commission to probe Milestone jet crash

The probe commission will examine the cause of the tragic crash, assess damage and casualties, determine the responsibilities

1h ago