'রিয়ালকে ফাইনালে আন্ডারডগ ভাবা বাড়াবাড়ি'

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিত আগেই। লা লিগাতেও পিছিয়ে দলটি। তবে এরমধ্যেই কোপা দেল রে'র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স অনুযায়ী ম্যাচে কিছুটা হলেও এগিয়ে কাতালান ক্লাবটি। তাই বলে নিজেদের পিছিয়ে রাখছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফাইনাল ম্যাচে রিয়ালকে আন্ডার ডগ ভাবা বাড়াবাড়ি বললেন তিনি।

লা লিগার ম্যাচে আগামীকাল গেতাফের মাঠে খেলতে যাচ্ছে রিয়াল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এদিন অনেক বিতর্কিত প্রশ্নই শুনতে হয়েছে আনচেলত্তিকে। এরমধ্যেই এক সাংবাদিক প্রশ্ন করেন, 'বার্সেলোনার সঙ্গে ম্যাচগুলো দেখে মনে হচ্ছে আপনারা আন্ডারডগ। এটা পছন্দ করেন? উত্তরে এই কোচ বললেন, 'না, একেবারেই না। যদিও তারা এখন ভালো অবস্থায় আছে, তবে ফাইনাল সবসময়ই অনিশ্চিত। রিয়াল মাদ্রিদকে ফাইনালে আন্ডারডগ ভাবা বাড়াবাড়ি।'

আনচেলত্তির কথার যুক্তই স্পষ্ট। কারণ ফাইনাল ম্যাচে রিয়ালকে হারানো কঠিনই হয়ে যায় যেকোনো দলের জন্য। পরিসংখ্যান স্পষ্টতই তাদের পক্ষে। স্বীকৃত ফুটবলে ১০৯টি ফাইনাল খেলে হারতে হয়েছে কেবল ৩৭টি ম্যাচে। ৭৪ বার জয় তাদের। তবে কোপা দেল রে'র ফাইনাল বলছে আবার ভিন্ন কথা। এই আসরে মোট ৪০টি ফাইনাল খেলে জয় তাদের পঞ্চাশ শতাংশ। ২০টি জয়ের সঙ্গে ২০টি হারও দেখতে হয়েছে তাদের।

তবে চলতি মৌসুমে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের পারফরম্যান্স একেবারেই বাজে। দুটি স্বীকৃত ম্যাচের দুটিতেই রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ৪-০ গোলের হারার পর সৌদি আরবে সুপার কাপের ফাইনালে তারা হারে ৫-২ গোলের ব্যবধানে। আর মৌসুমের শুরুতে প্রীতি ম্যাচেও ২-১ ব্যবধানে হারতে হয়েছিল তাদের। 

তবে এবার ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই রিয়ালের সামনে। কোপা দেল রে'র ফাইনালের সঙ্গে লা লিগার এল ক্লাসিকোও খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য। সেই ম্যাচে জয় না পেলে লিগ শিরোপা হাত ছাড়া হওয়ার সম্ভাবনা জোরালো। আনচেলত্তির ভাষায়, 'উভয় শিরোপাই নির্ভর করছে বার্সেলোনাকে হারানোর উপর। এটা পরিষ্কার। কোনো সন্দেহ নাই।'

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

45m ago