মেসির আইকনিক '১০ নম্বর' জার্সি এখন ইয়ামালের গায়ে

বার্সেলোনার '১০ নম্বর' জার্সি এবার উঠলো উদীয়মান তারকা লামিন ইয়ামালের গায়ে। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিষয়টি। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইয়ামালকে দেখা যায় ক্লাবের নতুন ১০ নম্বর হিসেবে। ক্লাবটিতে দীর্ঘদিন এই জার্সি পরে খেলেছিলেন কিংবদন্তি লিওনেল মেসি।

মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে অবশ্য এরমধ্যেই 'নতুন মেসি' বলে আখ্যা দেওয়া হচ্ছে। কারণ তিনিও মেসির মতোই বার্সার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন। গত মৌসুমে ক্লাবকে ঘরোয়া ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল।

এই কিশোর প্রতিভা ইতোমধ্যেই বার্সার হয়ে একশর বেশি ম্যাচে খেলে ফেলেছেন এবং করেছেন ২৫টি গোল।

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বর জার্সি পরে বার্সেলোনার মূল দলে অভিষেক হয়েছিল ইয়ামালের। এরপর ২০২৩-২৪ মৌসুমে তিনি পরেছিলেন ২৭ নম্বর জার্সি। গত মৌসুমে মেসির পথ অনুসরণ করে তিনি নিয়েছিলেন ১৯ নম্বর, যা মেসি পরেছিলেন ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত।

এর আগে ২০২১ সালে মেসির পিএসজিতে চলে যাওয়ার পর ১০ নম্বর জার্সি পেয়েছিলেন আনসু ফাতি। কিন্তু বারবার চোটে পড়ায় ফাতি তার প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারেননি। চলতি জুলাই মাসেই তিনি ধারে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব মোনাকোতে।

মেসি ছাড়াও এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি এক সময় পরেছিলেন দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো ও রিভালদোর মতো তারকারা।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

3h ago