যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল বরবাদ

বরবাদ

বাংলাদেশে সফলতার পর ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ চলেছে শাকিব খান অভিনীত বরবাদ। মুক্তির প্রথম সপ্তাহে দেশটির বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে সাড়া ফেলে সিনেমাটি।

সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রের নতুন আরও কয়েকটি স্টেটে চলছে এটি। সেখানে সব শো হাউজফুল যাচ্ছে।

এই তথ্য জানিয়েছেন পরিবেশক এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিউইয়র্কে সিনেমাস সিনেমার্ট, কিউ গার্ডেন, বাফেলো, বার্লিংটন, নিউ জার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, বোস্টন, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়াতে বরবাদ প্রদর্শিত হচ্ছে দ্বিতীয় সপ্তাহেও।'

তিনি আরও বলেন, 'ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে বরবাদ। আসলে আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবগুলো থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছি, আশা রাখছি আগামীতেও দর্শকদের উপস্থিতি সমান্তরাল থাকবে। এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি।' 

মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল।

দর্শকনন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

এছাড়া, আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।

'বরবাদ' সিনেমাটি ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। মে-এর দ্বিতীয় সপ্তাহে 'বরবাদ' চলবে মালয়েশিয়াতে।

Comments

The Daily Star  | English

7 college students issue 24-hour ultimatum for interim admin body

They warned that if their demand is not met by tomorrow, they will launch stricter protests, and surround the relevant ministry, starting Monday

13m ago