থাইল্যান্ডে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৬ পুলিশ কর্মকর্তা নিহত

থাইল্যান্ডে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি ও থাই গণমাধ্যম দ্য নেশন।
পুলিশ কর্মকর্তাদের প্যারাশুট প্রশিক্ষণ দেওয়ার আগে প্রস্তুতিমূলক ফ্লাইটের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়।
আজ স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী ব্যাংককের দক্ষিণে অবস্থিত প্রাচুয়াপ খিরি খান প্রদেশের হুয়া হিন জেলায় সমুদ্রের তীরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং জানান, বিমানে থাকা ছয় কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন আর অপর এক কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।
কতৃপক্ষ উড়োজাহাজটির ব্ল্যাক বক্স ডাটা রেকর্ডার যাচাই করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে বিধ্বস্ত হয়। এটি রাজধানী থেকে প্রায় ১৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন।
সামাজিক মাধ্যমের ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটি সমুদ্রে পড়ে যাওয়ার আগে আকাশে ঘুরপাক খেতে থাকে। পরবর্তীতে আরোহীদের উদ্ধারের জন্য কয়েকজনকে বুক সমান পানি সাঁতরে উড়োজাহাজের দিকে আগাতে দেখা যায়।

পুলিশ প্রধান কিতরাত ফানফেত এই দুর্ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।
এক বিবৃতিতে পুলিশ জানায়, 'যেসব বীর কর্মকর্তা তাদের জীবন হারিয়েছেন, তাদের প্রতি থাই পুলিশ গভীর সমবেদনা জানাচ্ছে।'
Comments