মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

গাড়িবোমা, রাশিয়া, বিস্ফোরণ,
একটি আবাসিক ভবনের সামনে গাড়িবোমা বিস্ফোরিত হয়। ছবি: এএফপি

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ সামরিক বাহিনীর এক সিনিয়র জেনারেল নিহত হয়েছেন।

আজ শুক্রবার মস্কোর পূর্বদিকে বালাশিখা শহরের একটি আবাসিক ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

নিহত লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক রাশিয়ান সেনাবাহিনীর পরিচালনা পরিদপ্তরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তদন্তকারীরা বলছেন, এর আগে ইউক্রেনের হামলাগুলোর সঙ্গে এই হামলার মিল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, কিয়েভ এখনো হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ ঘটনায় রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, আবাসিক ভবনের সামনে একটি ভকসওয়াগন গলফ গাড়ি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই জেনারেল ইয়ারোস্লাভ নিহত হন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 'সন্ত্রাসী হামলায় আমাদের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।'

তদন্ত সংস্থা অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলেনি।

তদন্ত কমিটির প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি সাদা গাড়ির সামনের অংশ বিস্ফোরিত হয়ে উড়ে যায়, গাড়িটি পুড়ে যায়। জেনারেলের মরদেহ কালো প্লাস্টিকের ব্যাগে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়।

এর আগে, গত বছরের ডিসেম্বরে মস্কোতে একটি ভবনের সামনে স্কুটারে লাগানো বোমা বিস্ফোরণে রুশ সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্র বিভাগের প্রধান ইগর কিরিলভ নিহত হন।

ইউক্রেন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল। কিয়েভের এক কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ায় কিরিলভ 'বৈধ লক্ষ্যবস্তুতে' পরিণত হয়েছিলেন।

২০২৩ সালের এপ্রিলে রুশ ব্লগার ও সামরিক বিশ্লেষক ভ্লাদলেন তাতারস্কি সেন্ট পিটার্সবার্গে একটি ক্যাফেতে বিস্ফোরণে নিহত হন।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

1h ago