রাঙ্গামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে সোয়া ১০টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— আবু তাহের, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন ও নূর নাহার। নিহত অপর একজনের নাম, পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

নিহত নূর নাহারের স্বামী আব্দুর রহিম বলেন, সকালে আমার স্ত্রী বেতবুনিয়ায় বাজার করতে এসে সিএনজি অটোরিকশায় করে যাওয়ার সময় একটা পিকআপ এসে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত পাঁচ জনের মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। হাসপাতালে পাঠানো হয় আরও তিন জনকে। তাদের মধ্যে দুই জন মারা গেছেন। আহত একজনকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঘটনার পর থেকে পিকআপ চালক পলাতক আছে। তাকে ধরতে অভিযান চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন জানান, কাউখালী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

3h ago