পেহেলগাম হামলা: পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন সৌরভ গাঙ্গুলি।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন, আহত হন আরও কয়েকজন। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের কঠোর অবস্থান নেওয়ার পক্ষপাতী দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ।

মহারাজা খ্যাত প্রাক্তন তারকা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 'এটা শতভাগ ঠিক (পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা)। কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের ঘটনা প্রতি বছরই ঘটা কোনো রসিকতা নয়। সন্ত্রাসবাদকে সহ্য করা হবে না।'

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকায় ২০১২-১৩ মৌসুমের পর থেকে তাদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। দেশ দুটি গত এক যুগে কেবল এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) ও আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) আয়োজিত টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে।

কাশ্মীরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। তারা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি সহযোগী সংগঠন। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক অদূর ভবিষ্যতে উন্নতি হওয়ার কোনো আশা নেই বললেই চলে।

ইতোমধ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি স্থগিত করা হয়েছে। তাছাড়া, একে অপরের দেশে ভ্রমণকারী নাগরিকদের ভিসা বাতিল করে তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

1h ago