সেই জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ ইনিংস পর সাদমানের দ্বিতীয় সেঞ্চুরি

Shadman Islam
ছবি: রাজীব রায়হান

রিচার্ড এনগারাভার বল লং অনে পুশ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন সাদমান ইসলাম, ইনিংসে তার ১৬তম চার। এই চারে তিন অঙ্ক স্পর্শ করলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। টেস্টে এটি তার দ্বিতীয় শতক। আগের সেঞ্চুরিটিও করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পেতে সাদমানের লাগল ২৬ ইনিংস।

২০২১ সালের জুলাইতে হারাতে এই জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান খেলেন অপরাজিত ১১৫ রানের ইনিংস। এবার ১৪১ বলে স্পর্শ করেন শতক। তার সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে দারুণ অবস্থানে বাংলাদেশ দল।

সাদমান এমনিতে খেলেন একটু সময় নিয়ে, ক্রিজে গিয়ে তার থিতু হতে লাগে সময়। এদিন তার দেখা মেলে ভিন্ন রূপে। দিনের শুরুতে জিম্বাবুয়েকে থামিয়ে দেওয়ার পর এনামুল বিজয়কে নিয়ে শুরু করেন সাদমান। নতুন এই উদ্বোধনী জুটি শতরান পার হয় সাদমানের সাবলীল ব্যাট করায়। শুরুর দিকে বিজয় ছিলেন বেশ নড়বড়ে, বিশেষ করে পেসারদের শর্ট বলে ধুঁকছিলেন তিনি। তিন বছর পর টেস্ট খেলতে নামার স্নায়ুচাপের কারণেও এমনটা হতে পারে। বিজয়ের অস্বস্তি দূর হয় সাদমানের আত্মবিশ্বাসে ভরপুর উপস্থিতিতে। 

ফ্লিক, পুল, স্ট্রেট ড্রাইভ, কাট খেলে বের করেন বাউন্ডারি। জিম্বাবুয়ের বোলারদের একদম চেপে বসতে দেননি তিনি, আলগা বলের সুযোগ গ্রহণ করেন পুরোটা। ৭৮ বলে ফিফটি স্পর্শ করতে মেরেছিলেন ৭ চার। সেঞ্চুরিতে পৌঁছাতে মারেন আরও ৯ বাউন্ডারি। সাদমানের সেঞ্চুরি পাওয়ার আগেই ফিরে গেছেন বিজয়। ১১৮ রানের ওপেনিং জুটির পর ডানহাতি ব্যাটার থামেন ৩৯ করে। মুজারাবানির ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন তিনি। বিজয় ফেরার পর মুমিনুল হককে নিয়ে এগুচ্ছেন সাদমান। বাংলাদেশ এক উইকেট হারিয়েই পার করে ফেলেছে দেড়শো রান। শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা স্বাগতিক দল বিশাল পুঁজির ছক আঁকতেই পারে এখন। 

Comments

The Daily Star  | English

Response to J&K Terror Attack: India gives forces ‘operational freedom’

Indian Prime Minister Narendra Modi has given the country's military "operational freedom" to respond to a deadly attack in Kashmir last week, a senior government source told AFP yesterday, after New Delhi blamed it on arch-rival Pakistan.

4h ago