তাইজুলের ছয়, শুরুতেই শেষ জিম্বাবুয়ে

Taijul Islam
ছবি: বিসিবি

আগের দিনের সংগ্রহের সঙ্গে আর কোন রান যোগ করতে পারল না জিম্বাবুয়ে। দিনের একদম প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে সফরকারীদের ইনিংস মুড়ে দিলেন তাইজুল ইসলাম।

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালে জিম্বাবুয়ে আটকে গেছে ২২৭ রানে। আগের দিন পাঁচ উইকেট নেওয়া তাইজুল ৬০ রানে পেয়ছেন ৬ উইকেট।

দিনের প্রথম বলেই তাইজুলকে মারবেন কী মারবেন না বলে ব্যাট পেতেও ছেড়ে দেন মুজারাবানি। কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার নাকচ করলে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে প্রথমে মনে হয়েছিল ব্যাট-বলের মধ্যে আছে গ্যাপ। কিন্তু আল্ট্রা এজে দেখা যায় হালকা ব্যাট স্পর্শ করেছে বল। ফলে জিম্বাবুয়ে এদিন টিকল এক বল।

Comments