বাংলাদেশ দলের আলোচনার কেন্দ্রে ‘ব্যাটিং দুর্দশা’

শক্তি-সামর্থ্যে অনেকখানি পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হারের পর হতাশ, বিধ্বস্ত বাংলাদেশ দল। মুখে পরিস্থিতি স্বাভাবিক বলার চেষ্টা করলেও প্রবল চাপ নিশ্চিতভাবেই টের পাচ্ছে তারা। চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়ে অন্তত সিরিজ হার এড়াতে মরিয়া নাজমুল হোসেন শান্তরা। চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনের পর কিপার-ব্যাটার জাকের আলি অনিক জানালেন, তাদের মূল ভাবনা জুড়ে আছে ব্যাটিং।
টেস্টে ব্যাটিং অবশ্য বাংলাদেশ দলের অনেকদিনের সমস্যা। নিয়মিত দুইশর নিচে অলআউট হওয়া, ব্যাটারদের আত্মাহুতির ছবিও পুনরাবৃত্তি হচ্ছে। সিলেট টেস্টে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির তোপে দুই ইনিংসেই বাংলাদেশের মূল ব্যাটারদের কুঁকড়ে থাকতে দেখা গেছে। প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়েই তারা ব্যাকফুটে চলে যায়। প্রতিপক্ষ ৮২ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ করতে পারেনি ২৫৫ রানের বেশি। বোলাররা সীমিত পুঁজি নিয়ে লড়াই করলেও ম্যাচ জেতাতে পারেনি।
গতকাল শুক্রবার চট্টগ্রাম পৌঁছার পর শনিবার সেখানে অনুশীলনে নামে বাংলাদেশ দল। বিব্রতকর হারের ধাক্কা, সিরিজে পিছিয়ে থাকা মিলিয়ে দলের আবহ ভারী। জাকের জানান, তেতো পরিস্থিতি মেনে নিয়ে সেখান থেকে বেরুতে প্রক্রিয়া ঠিক রাখার দিকে নজর দিচ্ছেন তারা, 'যেহেতু প্রথম টেস্টটা আমাদের পক্ষে যায়নি, তবে আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যেই আছি। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য ব্যাটিং ফোকাস থাকবে, কারণ ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করি, কাজেই এখানেই মূল ফোকাস।'
বাংলাদেশের ক্রিকেটাররা সব সময়ই যে শব্দের প্রয়োগ করেন নানা প্রসঙ্গে, সেই 'প্রক্রিয়া' জাকেরও বারবার টানলেন। জিম্বাবুয়ের কাছে হারকেও তাই স্বাভাবিক ভেবে এগুতে চাইছেন তারা, 'যে কারো কাছেই হারা যায়। তবে আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিক থাকা উচিত সবার সঙ্গে।'
জাকের অবশ্য ব্যাটিংয়ের চরম হতশ্রী অবস্থা আড়াল করার চেষ্টা করেননি। জানালেন, দলের ভেতর এখন আলোচনার জায়গাই ব্যাটিং, 'ব্যাটিং নিয়েই আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণেই ভুগেছি। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়, এসব নিয়ে আলাপ হয়েছে। সব সময় তো বোলাররা জেতাবে না, বেশিরভাগ সময় বোলাররাই (টেস্ট) জেতায়। আমরা চাইব, এই ম্যাচে যেন আমাদের ব্যাটাররা সবাই সেরা পারফরম্যান্সটা দিতে পারে, সহজেই জিততে পারি।'
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের (আগের নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) উইকেট দেশের সেরা ব্যাটিং উইকেটগুলোর একটি। ব্যাটিংয়ের রোগ সারাতে সবচেয়ে আদর্শ হওয়ার কথা এই মাঠ। বাংলাদেশ দল সেই সুবিধা কাজে লাগাতে পারেন কিনা এই কৌতূহল থাকবে সবার।
Comments