পাহেলগাম হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি

কাশ্মীরের পাহেলগাম হামলার জবাব দিতে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বার্তা সংস্থা এএফপি ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

নয়াদিল্লি এই হামলার জন্য তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দায়ী করেছে।

প্রতিবেদন অনুসারে, বেসামরিক নাগরিকদের ওপর হামলার এক সপ্তাহ পর গতকাল মোদি সেনাবাহিনী ও নিরাপত্তা প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে তিনি সশস্ত্র বাহিনীকে বলেছেন, "সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ার পদ্ধতি, লক্ষ্যবস্তু এবং সময় নির্ধারণের সম্পূর্ণ কার্যকরী স্বাধীনতা তাদের রয়েছে"।

প্রতিবেশী ভারতের সামরিক অনুপ্রবেশ আসন্ন—পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের পর ভারত এই সিদ্ধান্ত নিলো।

ইসলামাবাদে তার কার্যালয়ে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা আমাদের বাহিনী জোরদার করেছি কারণ এটি এখন আসন্ন। সুতরাং সেই পরিস্থিতিতে, কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, তাই সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।'

'সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর আঘাত হানাই আমাদের জাতীয় সংকল্প,' বলেন মোদি। তিনি আরও বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার ওপর তার পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে।

এর আগে ভারতের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন তিনটি আধা-সামরিক বাহিনীর প্রধান এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের বাগাড়ম্বর বাড়ছে এবং পাকিস্তানের সামরিক বাহিনী একটি ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তিনি বলেন, যদিও পাকিস্তান উচ্চ সতর্কতায় রয়েছে, তবে 'যদি আমাদের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি আসে' তখনই কেবল আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব।

এদিকে, পাকিস্তানের আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক জানিয়েছেন, সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিত করায় ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Comments

The Daily Star  | English

Govt move to hike port charges sparks concern

This will likely have a detrimental effect on the country's exports, alongside prices of imported products in domestic markets.

9h ago