আলাবামায় ক্যাঙ্গারুর দৌরাত্মে মহাসড়কে ২ গাড়ির সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ক্যাঙ্গারু শিলা। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
ক্যাঙ্গারু শিলা। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট

এক পোষা ক্যাঙ্গারুর দৌরাত্মে যুক্তরাষ্ট্রের আলাবামায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 'বাড়ি থেকে পালিয়ে আসা' এই প্রাণীটি বেশ কিছুটা সময়ের জন্য ওই এলাকায় তাণ্ডব সৃষ্টি করে।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'শিলা' নামের ওই ক্যাঙ্গারুর মহাসড়কে নির্ভীক ঘোরাফেরার ভিডিও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

ক্যাঙ্গারুর উৎপাতে আলাবামার কেন্দ্রে মন্টগোমারি থেকে ৪০ মাইল পূর্বে, টাসকেজিতে ইন্টারস্টেট ৮৫ মহাসড়কের দক্ষিণ ও উত্তরমুখী লেন আংশিকভাবে বন্ধ রাখা হয়।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, একটি ক্যাঙ্গারু গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষে ক্যাঙ্গারু কোনো আঘাত পায়নি। তবে দুই গাড়িতে কেউ আহত হয়েছেন কী না, তা জানা যায়নি। 

সিএনএন আলাবামার আইন প্রয়োগকারী সংস্থা ও ম্যাকন কাউন্টির শেরিফের কার্যালয়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করেছে।

মালিকের সহায়তায় ট্রুপাররা ক্যাঙ্গারুটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে সড়কে আবারও যান চলাচল শুরু হয়।

ম্যাকন কাউন্টির শেরিফ আন্দ্রে ব্রানসন লাইভ ভিডিওতে বলেন, 'যখন একজন জানালেন, রাস্তায় ক্যাঙ্গারু দেখেছেন, তখন অবশ্যই আমি সেটা বিশ্বাস করিনি। কেউই তার কথা বিশ্বাস করেনি। কিন্তু এ মুহূর্তে আমি ওই ক্যাঙ্গারুটির দিকে তাকিয়ে আছি।'

'এখানে (আলাবামায়) আর কোনোকিছুই দেখা বাদ থাকল না', মন্তব্য করেন তিনি।

ব্রানসনের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ট্র্যাঙ্কুইলাইজার (চেতনানাশক) বন্দুকের আঘাত পাওয়ার পর ধীরে ধীরে ক্যাঙ্গারুটি মহাসড়ক ছেড়ে পাশের একটি টিলায় উঠে পড়ে। পরবর্তীতে দেখা যায় প্রাণীটির মালিক তাকে টিলা থেকে নামিয়ে এনে গাড়িতে ওঠাচ্ছেন।

প্যাট্রিক স্টারের বাড়িতে থাকে ওই পোষা ক্যাঙ্গারু শিলা। প্যাট্রিক এপিকে জানান, তিনি বাগানে মিষ্টিকুমড়া ফলান এবং একটি পোষা প্রাণীর চিড়িয়াখানার দেখভাল করেন। তবে শিলা তার ব্যক্তিগত পোষ্য।

প্যাট্রিক বলেন, 'সে এখন বাড়িতে নিরাপদে আছে। তার চেতনা ফিরে এসেছে। সে খাবার খাচ্ছে। পানি পান করছে। সে কোনো আঘাত পায়নি।'

তিনি জানান, শিলাকে চিকিৎসা দিয়েছে অবার্ন ইউনিভার্সিটি কলেজ অব ভেটেরিনারি মেডিসিন।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago