আর্সেনালকে হারানোর পর শিষ্যদের আবেগ নিয়ন্ত্রণের বার্তা দিলেন এনরিকে

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে জয়ের পর পিএসজির কোচ লুইস এনরিকে তার শিষ্যদের ভূয়সী প্রশংসা করলেন। তার মতে, প্রতিটি ম্যাচেই তারা অসাধারণ মানসিক শক্তির পরিচয় রাখেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানালেন, ফিরতি লেগ শেষ হওয়ার আগে কোনো বাড়তি উত্তেজনা দেখাবেন না তারা।

গতকাল মঙ্গলবার রাতে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে জেতে পিএসজি। ম্যাচের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের করা গোলটিই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। শেষ দিকে পিএসজির ব্যবধান বাড়ানোর চেষ্টা ব্যর্থ হয় বদলি গনসালো রামোসের শট ক্রসবারে লেগে ফিরে আসায়। অন্যদিকে, দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনালের মিকেল মেরিনো জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল করা হয়।

দারুণ গুরুত্বপূর্ণ জয়ের পর স্প্যানিশ কোচ এনরিক ফরাসি সংবাদমাধ্যমকে বলেন, প্রতিপক্ষের মাঠে দেখানো পারফরম্যান্সে তিনি খুব খুশি, 'আমি মনে করি, আমরা প্রতিটি ম্যাচে যে মানসিকতা দেখাই, পিএসজির কোচ হিসেবে সেটা আমার জন্য সত্যিই আনন্দের। এমন পরিবেশে খেলা কঠিন, এটা অবিশ্বাস্য ছিল। খেলার শুরুতে হওয়া গোলটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আমি খুশি, কারণ একটি ম্যাচে জয়-পরাজয় হতেই পারে, কিন্তু আমাদের দল যে মানসিকতা ও উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছে, তা সত্যিই অসাধারণ।'

আগামী ৮ মে সেমিফাইনালের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে। ওই ম্যাচে ড্র করতে পারলেই ফরাসি চ্যাম্পিয়নরা নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠবে। ইউরোপের সর্বোচ্চ ক্লাস টুর্নামেন্টের গত মৌসুমেও তারা সেমিতে উঠেছিল। তবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কাছে দুই লেগেই ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের।

২০১৫ সালে স্বদেশি ক্লাব বার্সেলোনার কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগজয়ী এনরিকে জোর দিয়ে বলেন, এগিয়ে থাকলেও তারা আবেগে ভেসে যাচ্ছেন না, থাকছেন সতর্ক, 'খেলোয়াড়দের মোটেও অতিরিক্ত উত্তেজিত হওয়া চলবে না। তারা জানে, এই ধরনের ম্যাচ জেতা কতটা কঠিন। আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ঘরের মাঠে সমর্থকদের সামনে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। ভক্তরা আমাদেরকে যে শক্তি যোগাবে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কাজটি কঠিন হবে, তবে আমরা সেজন্য প্রস্তুত থাকব।'

পিএসজির মতো আর্সেনালও রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার খোঁজে। এবারের আসরের লিগ পর্বেও একবার পিএসজির মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ইংলিশ ক্লাব আর্সেনাল জিতেছিল ২-০ গোলে।

Comments

The Daily Star  | English

Trump says no summit deal reached with Putin over ending war in Ukraine

The anticlimactic end to the closely watched summit was in stark contrast to the pomp and circumstance with which it began

1h ago