হজে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

চলতি বছর সৌদি আরবে হজে গিয়ে খলিলুর রহমান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় মারা যান তিনি।
হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে পাঁচ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর হজে গিয়ে ৫০ বাংলাদেশির মৃত্যু হয় বলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বরাত দিয়ে জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।
এ ছাড়া, গত বছর বিশ্বের বিভিন্ন দেশের ৫৭৭ জন হজযাত্রীর মৃত্যু হয়। তাদের মধ্যে অন্তত ৩২৩ জন ছিলেন মিসরের নাগরিক। তাদের বেশিরভাগই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা যান।
Comments