টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে নেমে গেল বাংলাদেশ

Bangladesh women cricket Team
ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

কদিন আগে বাছাইপর্ব পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের অবস্থা বেহাল। সর্বশেষ খেলা ৯ ম্যাচ ধরে জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসির  র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে নিগার সুলতানা জ্যোতির দল পেল দুঃসংবাদ। কুড়ি ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ডের নিচে নেমে গেছে তারা।

আইসিসি'র প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায় বাংলাদেশ এক ধাপ নিচে এখন দশ নম্বরে অবস্থান করছে। ৯ নম্বরে উঠে গেছে আয়ারল্যান্ড। আইরিশরা সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জিতেছিলো।

আইসিসির র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি অবস্থান আছেন আগের মতনই। এক নম্বরে অবস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দুইয়ে ইংল্যান্ড ও তিনে ভারত। চারে নিউজিল্যান্ড। এরপর একে একে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।এশিয়ান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে  ১১তম স্থানে উঠে এসেছে। অর্থাৎ বাংলাদেশের ঠিক পরেই তাদের অবস্থান।

ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শ্রীলঙ্কায় চলতে থাকা ত্রিদেশীয় সিরিজ শেষে ওয়ানডের বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদ করা হবে।

Comments

The Daily Star  | English

Air purifiers for Dhaka: hope or hype?

DNCC to set up 25-30 such industrial devices in public places to curb pollution; experts skeptical

18h ago