খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম রাজন ইসলাম দিপু (২৫)। তিনি ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং ভবনটির দ্বিতীয় তলায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, দুই দিন ধরে নিখোঁজ ছিলেন দিপু। এ নিয়ে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

আজ শনিবার সকাল ১১টার দিকে খিলগাঁওয়ের ভূইয়াপাড়া এলাকার ২ নম্বর গলির একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানির মধ্যে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান এক ব্যক্তি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান দিপুর বড় ভাই মো. কামরুল ইসলাম।

তিনি জানান, শহিদুল নামের একজন তাকে খবর দেন যে ওই ভবনে দিপুর মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন বলেন, মরদেহের মাথা, নাক ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Most banks fail to finalise annual financial reports

BB seeks govt approval to extend deadline

2h ago