ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ‘পাসপোর্ট  ডিসি’স অ্যামবেসি ট্যুর’

দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এবং তাদের সন্তানরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে 'পাসপোর্ট ডিসি'স অ্যামবেসি ট্যুর ২০২৫' অংশ হিসেবে 'ওপেন হাউস' অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে দূতাবাসের অডিটোরিয়ামে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল ছিল।

দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনার্থীরা পোস্টার, লিফলেট ও বই সংগ্রহ করেন। এসবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন ও দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের প্রায় তিন হাজার দর্শনার্থী বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। ছবি: সংগৃহীত

দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এবং তাদের সন্তানরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের প্রায় তিন হাজার দর্শনার্থী বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন।

অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।

Comments

The Daily Star  | English
no agreement on humanitarian corridor for Rakhine

No agreement on ‘humanitarian corridor’ for Rakhine: adviser

National Security Adviser Khalilur clarified that UN secretary-general did not use the term "corridor", which he said carries specific implications

3h ago