শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করার যে ব্যাখ্যা দিলেন ফাহিম

ছবি: আইসিসি

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শেখ মেহেদী। তাকে দায়িত্ব দেওয়ার ব্যাখায় জাতীয় দলের জার্সিতে তার অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরলেন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও জানালেন, এভাবে আগামীতে আরও কয়েকজনকে যাচাই করে দেখা হবে।

চলতি মাসে আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। সিরিজ দুটির জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে সহ-অধিনায়ক করা হয়েছে অফ স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদীকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পর ফাহিম বলেন, বর্তমান তরুণ স্কোয়াডে তুলনামূলক অভিজ্ঞ শেখ মেহেদীকে দায়িত্ব দিয়ে বাজিয়ে দেখতে চান তারা, 'যে দলটা এই মুহূর্তে আছে, সেখানে খুব অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় কিন্তু কম। এটা আমরা সবাই জানি যে, শেখ মেহেদী টি-টোয়েন্টি সংস্করণে একরকমের অটোম্যাটিক চয়েস, নিয়মিত খেলোয়াড়। ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল জ্ঞান আছে, সেটা প্রায়শই দেখতে পাই। সেটা আমাদের চোখে পড়েছে, সেটা নিয়ে আমরা নির্বাচকরা বলুন কিংবা কোচ বলুন কিংবা অন্যান্য যারা আছেন, সবার সাথেই আলোচনা করেছি। আমাদের মনে হয়েছে, এই মুহূর্তে যদি তাকে সুযোগটা দেই, তাহলে দেখতে পারব সেটা সে কীভাবে প্রয়োগ করে।'

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন শেখ মেহেদী। ৩০ বছর বয়সী অলরাউন্ডার ব্যাট হাতে ১২.৯২ গড় ও ১০১.৬৮ স্ট্রাইক রেটে ৩৬২ রান করেছেন। বল হাতে ২৫.৬০ গড় ও ৬.৫৩ ইকোনমিতে নিয়েছেন ৪৬ উইকেট। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পথে নিয়েছিলেন ৮ উইকেট।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ফাহিম জানান, ভবিষ্যতের নেতৃত্ব খুঁজে বের করার প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ মেহেদীকে বেছে নেওয়া হয়েছে, 'যদি দেখেন, আমরা কিন্তু কেবল সামনের এই সিরিজগুলোর জন্য তাকে সহ-অধিনায়ক ঘোষণা করেছি। আমাদের ইচ্ছা আছে, এভাবে হয়তো আমরা বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব। পাশাপাশি একজন অধিনায়কের অধীনে আরেকজন অধিনায়ককে গড়ে তোলার চেষ্টা থাকবে। হয়তো আমরা দুই-তিনজনকে যাচাই করব। তাদের মধ্যে থেকে কেউ না কেউ হয়তো বেরিয়ে আসবে। তাকেই হয়তো আমরা পরবর্তীতে অধিনায়ক হিসেবে চালিয়ে যাব।'

Comments

The Daily Star  | English

Air purifiers for Dhaka: hope or hype?

DNCC to set up 25-30 such industrial devices in public places to curb pollution; experts skeptical

18h ago