ব্যানারে-স্লোগানে খালেদা, তারেকের সঙ্গে জোবাইদার নাম

ব্যানারে-স্লোগানে খালেদা, তারেকের সঙ্গে জোবাইদার নাম
ছবি: মামুনুর রশীদ/স্টার

লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশের মাটিতে পা রাখা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করে নিতে আসা নেতাকর্মীদের স্লোগানে সাবেক এই প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাশাপাশি উচ্চারিত হচ্ছে তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নাম।

আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ সড়ক এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ব্যানার ও প্ল্যাকার্ডে জোবাইদার রহমানের ছবিও শোভা পেতে দেখা যায়। ১৭ বছরের 'নির্বাসিত জীবন শেষে' জোবাইদার আগমনকেও বিশেষভাবে উদযাপন করছেন তারা।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন জোবাইদা। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি।

লন্ডনে স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে ছিলেন জোবাইদা।

আজ কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে খালেদা জিয়া দেশে আসেন। সঙ্গে আসেন জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এদিন সকাল সাড়ে ১০টার কিছু সময় পর তাদের বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে ছেড়ে আসে এয়ার অ্যাম্বুলেন্সটি।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা শেষে ২৫ ফেব্রুয়ারি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। চার মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরলেন তিনি।

জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনী প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের চাচা।

জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয়।

২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যান। 

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 622 with more than 1,500 injured

In Kabul, the capital, health authorities said rescuers were racing to reach remote hamlets dotting an area with a long history of earthquakes and floods.

6h ago