যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিয়ে আবারও ডিএমপির নিষেধাজ্ঞা, বাদ শাহবাগ

ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় সব ধরনের গণজমায়েত, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অবরোধ কর্মসূচি চলা শাহবাগে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, শাহবাগকে এই আদেশের বাইরে রাখা হয়েছে ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৯ ধারার আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়।

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে আছে- হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টো রোড।

এর আগে, চলতি বছরের ১৩ মার্চ এবং গত বছরের ২৫ ও ২৯ আগস্ট একই ধরনের নিষেধাজ্ঞা সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের এলাকার জন্য জারি করা হয়েছিল। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও ওইসব এলাকায় একাধিক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে ।

গত দুই দিন ধরে, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাই আন্দোলনের কয়েকটি পক্ষ যমুনা ও শাহবাগ এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ করছে।

১৩ মার্চের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে শাহবাগ মোড়কে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার জন্য নিষিদ্ধ এলাকার অন্তর্ভুক্ত করা হলেও, সর্বশেষ আদেশে শাহবাগের নাম উল্লেখ করা হয়নি ।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago