টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন কোহলিও

ফাইল ছবি: এএফপি

কদিন আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এবার ভারতের আরেল কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ১৪ বছরের পথচলা থামালেন ৩৬ পেরুনো ডানহাতি ব্যাটার।

সোমবার দুপুরে ইন্সটাগ্রমে পোস্ট করে বিদায় বার্তা দিয়ে কোহলি লিখেছেন, '১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু (ভারতের টেস্ট ক্যাপ) পরার পর থেকে, সত্যি বলতে, এই ফরম্যাটটি আমাকে যে যাত্রায় নিয়ে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি। এটি আমাকে পরীক্ষা করেছে, আদল দিয়েছে এবং এমন শিক্ষা দিয়েছে যা আমি সারাজীবন ধরে রাখব।'

'সাদা পোশাকে খেলার মধ্যে গভীরভাবে ব্যক্তিগত কিছু অনুভূতি থাকে। নীরব পরিশ্রম, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না কিন্তু চিরকাল আপনার সঙ্গেই থেকে যায়।'

৩০ সেঞ্চুরিতে ভারতের হয়ে ৯ হাজারের বেশি টেস্ট রান করা কোহলি জানান, টেস্ট থেকে সরে যাওয়া কঠিন হলেও এটাই আদর্শ সময়, 'এই সংস্করণ থেকে সরে আসা সহজ নয় — তবে এটাই সঠিক মনে হচ্ছে। আমার যা কিছু দেওয়ার ছিল সবই দিয়েছি, এবং এর বিনিময়ে আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি।'

বিদায় বেলায় আবেগতাড়িত হয়ে সবার কথা স্মরণ করেছেন তিনি, 'খেলার জন্য যাদের সঙ্গে মাঠে ছিলাম এবং পথে যারা আমাকে অনুভব করেছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা।'

নিজের টেস্ট ক্যাপ নম্বর (২৬৯)কে হ্যাশট্যাগ দিয়ে সাইনিং অফ লিখে কোহলি জানান তৃপ্তির কথা, 'আমি সর্বদা আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাব।'

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোহলির। ভারতের হয়ে ১২৩ টেস্ট খেলে ৪৬.৮৫ গড়ে তিনি করেছেন ৯ হাজার ২৩০ রান। দীর্ঘ এই পরিসরে কোহলি ৩১ ফিফটির পাশাপাশি করেন ৩০ সেঞ্চুরি। টেস্টে কোহলির চেয়ে ভারতের হয়ে বেশি রান আছে আরও তিনজনের। কিংবদন্তি শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনিল গাভাস্কারের পেছনে থেকেই এই সংস্করণ থামিয়ে দিলেন মাস্টার ব্যাটার।

টেস্টে অবশ্য সাম্প্রতিক সময়টা কোহলির ভালো যাচ্ছিলো না। রান খরায় প্রশ্নের মুখে পড়ছিলেন বারবার। আসন্ন ইংল্যান্ড সফরের আগেই জায়গা ছেড়ে দিলেন তিনি। এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টি থেকে অবসরে যান কোহলি। রোহিতের মতন তিনিও এখন শুধু ওয়ানডে সংস্করণ খেলবেন।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

2h ago