টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল অস্ট্রেলিয়া

Australia Team

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্টেলিয়া স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দলে আছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। এছাড়া ন্যাথান লায়নের সঙ্গে স্পিনার ম্যাট কুহেনম্যানকেও রেখেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ফাইনালের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্ভাব্য সেরাদের সবাই  আছেন সেখানে। এই দলে গ্রিনের ফেরাটা বড় খবর। পীঠের চোটে বেশ কিছুদিন যাবত খেলার বাইরে ছিলেন তিনি। অস্ত্রোপচারের পর সেরে উঠে আবার ডানহাতি এই অলরাউন্ডার ফিরলেন সর্বোচ্চ মঞ্চে।

প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলে তরুণ ওপেনার কনস্টাসকে রেখে দেওয়া হয়েছে। গ্রিন থাকলে জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার। অভিজ্ঞ ব্যাটিং লাইনআপে আছেন উসমান খাওয়াজা, মারনাশ লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রেভিস হেডরা। প্রথম পছন্দের কিপার হিসেবে আছেন জস ইংলিস, তার ব্যাকআপ আলেক্স কেয়ারিও জায়গা ধরে রেখেছেন। এছাড়া ব্র্যান্ডন ডগেটকে স্কোয়াডের  বাইরে দলের সঙ্গে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

আগামী ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি বৈশ্বিক শিরোপা জেতার লড়াইয়ে নামবে অজিরা। এই ফাইনালের স্কোয়াডই পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে।

ফাইনালের অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, আলেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জস ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহেনম্যান, মারনাশ লাবুশানে, ন্যাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।

ট্রেভিলিং রিজার্ভ:  ব্র্যান্ডন ডগেট

Comments