ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার উগ্র আর্জেন্টাইন সমর্থক

ছবি: এএফপি

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাত্রিসিয়া বুলরিচ বুয়েন্স এইরেসে অবস্থিত মার্কিন দূতাবাসে ১৫ হাজার উগ্র ফুটবল সমর্থকের একটি তালিকা হস্তান্তর করেছেন। আগামী জুন-জুলাই মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপে তাদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

গতকাল সোমবার তালিকাটি মার্কিন কর্মকর্তাদের হাতে তুলে দেন বুলরিচ। আগামী ১৫ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হতে যাওয়া টুর্নামেন্টে আর্জেন্টিনার দুটি ঐতিহ্যবাহী ক্লাব রিভারপ্লেট ও বোকা জুনিয়র্স অংশগ্রহণ করবে।

এমন একটি তালিকা প্রণয়নের ব্যাখ্যায় গণমাধ্যমের কাছে বুলরিচ বলেন, 'আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অপরাধ করেছে এমন কোনো উগ্র ব্যক্তি যেন এই ক্রীড়া ইভেন্টে (ক্লাব বিশ্বকাপ) যোগ দিতে না পারে।'

শীর্ষস্থানীয় আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন চলাকালীন বুলরিচ নাটকীয়ভাবে এই উগ্র সমর্থকদের দীর্ঘ তালিকাটি প্রদর্শন করছেন।

আর্জেন্টিনা সরকারের 'ত্রিবুনা সেগুরা' পদ্ধতি কাজে লাগিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে, যার অর্থ হলো 'নিরাপদ গ্যালারি'। পদ্ধতিটি দেশটির স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাহায্য করে।

বুলরিচের তথ্য অনুযায়ী, এই পদ্ধতির মাধ্যমে ১৩২৮টি ম্যাচে ৪০ লাখেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করা হয়েছে। এর মধ্যে ১১৬৬ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাছাড়া, স্টেডিয়ামে তাদের প্রবেশে আটকাতে ৪০টিরও বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন আঙ্গিকে ও বর্ধিত পরিসরে সারা বিশ্বের ৩২টি দল নিয়ে এবার আয়োজিত হবে ক্লাব বিশ্বকাপ। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় একসঙ্গে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের আগে এই টুর্নামেন্ট মার্কিন শহরগুলোর জন্য প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

52m ago