আইপিএলের ফেরার ম্যাচে শঙ্কার মেঘ!

bengaluru

বেঙ্গালুরুতে আজ (শনিবার) আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা। মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এবং আন্দ্রে রাসেল, আজিঙ্কা রাহানেদের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, কারণ এই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সন্ধ্যায় বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে টসের সময় বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি সত্যিই বৃষ্টি নামে, তাহলে মাঠ খেলার জন্য উপযুক্ত নাও থাকতে পারে। মাঠকর্মীরা অবশ্য চেষ্টা করবেন মাঠটিকে খেলার উপযোগী করে তোলার, কারণ চিন্নাস্বামী স্টেডিয়ামের পানি নিষ্কাসন ব্যবস্থা বেশ উন্নত।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে যাওয়ার জন্য তাদের প্রতিটি ম্যাচ জেতা খুব জরুরি। যদি আজকের ম্যাচটি ভেস্তে যায়, তাহলে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হবে, যা তাদের প্লে-অফের দৌড়ে পিছিয়ে দিতে পারে।

অন্যদিকে, আরসিবির জন্য এই ম্যাচটি নিজেদের ঘরের মাঠে খেলা এবং তারা চাইবে পূর্ণ পয়েন্ট অর্জন করতে। তবে বৃষ্টির কারণে খেলা না হলে তাদেরও কিছুটা হতাশ হতে হবে।

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে গত ৯ মে সাময়িক স্থগিত হয়ে গিয়েছিলো  আইপিএল। এক সপ্তাহের বেশি সময় স্থগিত থাকার পর আজই টুর্নামেন্টটি ফিরছে। পরিবর্তিত সূচিতে শেষ ধাপের ১৭ ম্যাচ হবে। ফাইনাল হবে ৩ জুন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago