টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: বিসিবি

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। টস জিতেছেন স্বাগতিক দলের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তিনি সফরকারী টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরে বাংলাদেশের এটি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচ মাস পর ক্রিকেটের এই সংস্করণে খেলতে নামছে তারা। শারজাহতে ম্যাচ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায়।

পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাসের এটিই প্রথম টি-টোয়েন্টি। এর আগে ভারপ্রাপ্ত দায়িত্বে এই ডানহাতি ব্যাটার চারটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন তিনটি, হেরেছেন একটি। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পথে দলনেতা ছিলেন লিটন।

ভিসা সংক্রান্ত জটিলতায় দুবাই বিমানবন্দরে দুই রাত আটকে থাকা নাহিদ রানা ও রিশাদ হোসেন দলে যোগ দিলেও বাংলাদেশের এই ম্যাচের একাদশে তাদের জায়গা হয়নি। এছাড়া, সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও সৌম্য সরকারকে রাখা হয়নি।

এই ম্যাচে আন্তর্জাতিক মঞ্চে আরব আমিরাতের তিনজনের অভিষেক হচ্ছে। তারা হলেন মতিউল্লাহ খান, মুহাম্মদ জোহাইব ও হায়দার আলি। এদের মধ্যে জোহাইব আগে কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি।

বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে এটি দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি ম্যাচ খেলেছিল দুদল। এখন পর্যন্ত মোট তিনটি টি-টোয়েন্টি খেলেছে তারা। বাংলাদেশ জিতেছে সবগুলোতেই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তানভীর আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদউল্লাহ।

Comments

The Daily Star  | English

Fast fashion, fat margins: How retailers cash in on low-cost RMG

Global fashion brands are reaping triple-digit profits on Bangladeshi garments, buying at $3 and selling for three to four times more. Yet, they continue to pressure factories to cut prices further.

12h ago