নদীর স্রোতে ভেঙে গেল সেতু, ১১ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রবল স্রোতে ভেঙে গেছে কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর কাঠের সেতু। ছবি: স্টার

পানির প্রবল স্রোতে ভেঙে পড়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের জিঞ্জিরাম নদীর ওপর নির্মিত কাঠের সেতু।

এতে ওই এলাকার ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

শনিবার বিকেলে নদীর পানি বেড়ে গেলে সেতুটি ভেঙে পড়ে। এরপর থেকে স্থানীয়রা নৌকায় নদী পার হয়ে জরুরি প্রয়োজনে শহরে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা বলেন, গেল বছর এপ্রিল মাসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে প্রায় ৫০ মিটার সেতুটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের কিছুদিনের মধ্যেই এটি দুর্বল হয়ে পড়ে।

লালকুড়া গ্রামের বাসিন্দা মহুবর আলী (৬৫) জানান, 'কাঠের সেতুটিই আমাদের যাতায়াতের একমাত্র ভরসা ছিল। এখন তা ভেঙে যাওয়ায় চিকিৎসা, বাজার ও অফিসে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

একই গ্রামের কৃষক আক্কেল মিয়া (৬০) জানান, 'সেতুটি দুর্বল হলেও চলাচল করতাম। এখন সেটি ভেঙে যাওয়ায় রাতে চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।'

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, 'নদীর পানি বাড়ায় সেতুটি ভেঙে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।'

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, 'সেতুটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুতই সেতুটি সচল করা হবে।'

Comments