এবার মুন্সীগঞ্জে চোর সন্দেহে নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের গাছে বেঁধে নির্যাতন

আজ সোমবার সকালে মুন্সীগঞ্জে চোর সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাছে বেঁধে এক নারীকে নির্যাতন করেছেন স্থানীয়রা | ছবি: তানজিল হাসান/স্টার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চোর সন্দেহে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন করেছেন স্থানীয়রা।

আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে।

বিষয়টি জানার পর ওই নারীকে পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এরপর থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক নারী অভিযোগ করেন—ওই তার স্বর্ণের চেইন চুরি করেছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলেন এবং তারা ১৫-২০ মিনিট তাকে মারধর করেন।

জানতে চাইলে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদ ডেইলি স্টারকে বলেন, 'মারধরে আহত হওয়ায় ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, তার জখম গুরুতর নয়।'

আসাদ আরও বলেন, 'তার বিরুদ্ধে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তাকে তল্লাশি করেও কোনো কিছু পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

আইন হাতে তুলে নিয়ে ওই নারীকে নির্যাতন করা হলেও এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।

এর আগে শনিবার বিকেলে ঢাকার সাভারে 'চোর সন্দেহে' এক যুবককে গাছে বেঁধে তিন ঘণ্টা ধরে নির্যাতন করেন কয়েকজন যুবক।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

1h ago