ধর্ষণ মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোরে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গত রাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন।
এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
ভারতের জি বাংলার 'সারেগামাপা' রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল।
Comments