‘মেধাবী’ প্রকল্পে আবাসন সুবিধা পাবে জবি শিক্ষার্থীরা, আবেদন আহ্বান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন সুবিধা দিতে আবেদন আহ্বান করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত 'মেধাবী' প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের এ সুবিধা দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার রাতে জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ৫০০ শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আবাসন সুবিধা দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৭ মে'র মধ্যে গুগল ফর্মের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোর্ট কনটেইনার রোডের একটি ১০তলা ভবন অস্থায়ী আবাসন হিসেবে লিস নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এর আগে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্প এলাকায় প্রাথমিকভাবে ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা হবে। ধাপে ধাপে পাঁচ হাজার শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা আছে।

Comments

The Daily Star  | English

Mahfuj Alam apologises for past 'divisive' statements

"The patriotic people who stood united during the July uprising now face a long test"

16m ago