তিন দাবি নিয়ে সচিবালয়ে জবি শিক্ষার্থীরা

তিন দফা দাবিতে সচিবালয়ের দিকে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে সচিবালয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা বলছেন, তাদের দাবিগুলো মানা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে হবে।

বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের দাবি নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন।

এর আগে আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করছেন শিক্ষার্থীরা।

অনশন থেকে অসুস্থতার কারণে প্রায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উপাচার্য আশ্বাস দিলেও ধর্মঘট ভাঙতে রাজি হননি তারা।

সচিবালয়ের সামনে তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানা গেছে।

দুপুরের মধ্যে মন্ত্রণালয় থেকে ঘোষণা না এলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, 'দুপুরের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসেন, তাহলে আমরা সচিবালয়মুখী পদযাত্রা শুরু করব।'

অন্য দুটি দাবি হলো— শিক্ষার্থীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত, কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থা বিশ্লেষণ করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

7h ago