কাকরাইলে অবস্থান ইশরাক সমর্থকদের, বিক্ষোভ চলছে

কাকরাইলে ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার সমর্থকরা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালেও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

বুধবার মধ্যরাতে কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিকদের ইশরাক বলেন, 'আমরা এখানে কোনো রায় বা মেয়র পদ দাবি করার জন্য আসিনি। আগামীকাল (বৃহস্পতিবার) আদালতের রায় আমাদের পক্ষে যাবে কিনা সেটাই মূল বিষয় নয়। শুরু থেকেই আমরা বলে আসছি যে আমরা এই সরকারের অভ্যন্তরে এই রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ভূমিকা জনসমক্ষে প্রকাশ করতে এসেছি এবং তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটাই আমাদের প্রধান দাবি।'

তিনি বলেন, 'আদালত যদি আমার পক্ষে রায় দেয়, তাহলে আমাকে মেয়র হিসেবে শপথ নিতে দিতে হবে। যদি না হয়, তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব এবং আপিল বিভাগে যাব। কিন্তু সেটা মূখ্য বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সরকারকে বুঝতে হবে যে বিএনপি এই উপদেষ্টা পরিষদের অধীনে কোনো নির্বাচন মেনে নেবে না, জনগণও নেবে না। এমন পরিস্থিতিতে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।'

বুধবার রাতজুড়ে, ইশরাকের সমর্থকেরা কাকরাইল মসজিদের সামনে জড়ো হয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের ঘোষণা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর আজ আদেশ দেবেন হাইকোর্ট। রিট আবেদনের ওপর আদেশ ঘোষণা আজ সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত।

Comments

The Daily Star  | English
BSF pushes back Bangladeshis in Sylhet border

100 pushed in from India through five border districts since last night

The districts are Cumilla, Feni, Lalmonirhat, Moulvibazar, and Panchagarh

28m ago