একই দলে খেলবেন মেসি-রোনালদো?

ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসের। তবু এই পর্তুগিজ তারকাকে ক্লাব বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে। এমনকি আরেক ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে খেলতে পারেন তিনি। এমন চমক জাগানিয়া সম্ভাবনার কথা বলছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আমেরিকান স্ট্রীমার আইশোস্পিডের সঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, 'ক্রিশ্চিয়ানো ক্লাব বিশ্বকাপে খেলতে পারে; আলোচনা হয়েছে। যদি কোনো ক্লাব তাকে চায় এবং তাকে সাইন করতে ইচ্ছুক হয়, কে জানে? আর কয়েক সপ্তাহ বাকি আছে; এটা মজাদার হবে।'
ইনফান্তিনো এরপরই মহাচমকপ্রদ সম্ভাবনার কথা বলেন, 'আমি তাদের এক সঙ্গে খেলতে দেখতে চাই। আপনি কি কল্পনা করতে পারেন যদি তারা টুর্নামেন্টের সময় একই দলে খেলত? এটি বিশেষ কিছু হবে।'
ইন্টার মিয়ামিকে ঘিরে গুঞ্জন ক্রমশ বাড়ছে, এবং খবর পুনরায় উঠেছে যে ক্লাব সহ-মালিক ডেভিড বেকহ্যাম রোনালদোকে ফ্লোরিডায় আনার চেষ্টা করছেন, মেসিও নাকি এই ভাবনায় সায় দিচ্ছেন।
যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোকে এমন একটি দল পরিচালনার অভূতপূর্ব বিলাসিতা দেবে যার মধ্যে এমন দুজন ফুটবল কিংবদন্তি থাকতে পারেন, যারা কিনা সর্বকালের সেরার বিচারে আসেন।
ইন্টার মিয়ামি গত মৌসুমের মেজর লিগ সকারে টেবিলের শীর্ষে থেকে ৩২ দলের টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করেছে, ১৪ জুন মিশরের জায়ান্ট আল আহলির বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ১৯ জুন পর্তুগালের এফসি পোর্তোর মুখোমুখি হবে, ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের বিরুদ্ধে তাদের গ্রুপ পর্ব শেষ করবে।
Comments