আজই কি আইপিএলে ধোনির শেষ ম্যাচ?

MS Dhoni

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে আজ। আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি এবার নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফল করে একদম তলানিতে থেকে আসর শেষ করছে। এবার দলের ব্যর্থতার সঙ্গে সমালোচিত হচ্ছে ৪৩ পেরুনো অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স। এখনো অবসরের ঘোষণা না দেওয়া ধোনি পরের আইপিএলেও খেলবেন নাকি আজই বিদায় নিচ্ছে তা নিয়ে চেন্নাইর টিম ম্যানেজমেন্টও অন্ধকারে।

আজ রাতে আহমেদাবাদে টেবিল টপার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ভুলে যাওয়ার মতন মৌসুম শেষ করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচ খেলে এখন অবধি মাত্র তিনটিতে জিততে পারা চেন্নাই মৌসুম জুড়েই ধুঁকেছে। নিয়মিত অধিনায়ক রতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে যাওয়ার পর ফের অধিনায়কত্বে ফেরেন ধোনি। কিংবদন্তি এই ক্রিকেটার ফেরাতে পারেননি দলের ভাগ্য।

নিচের দিকে ব্যাট করে গত মৌসুমে বেশ কিছু ঝলক দেখালেও এবার প্রভাব বিস্তার করতে পারেননি। ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই ধোনির বিদায়ের কথা বলছেন। ১৯৮৩ বিশ্বকাপজয়ী কৃষ্ণমাচারি শ্রীকান্ত তো স্পষ্ট করে বলেছেন বাস্তবতা মেনে সরে যাওয়া উচিত ধোনির।

আর দুই মাস পর ৪৪ বছরে পা দিবেন ২০০৮ সালে একদম প্রথম আইপিএল থেকে খেলতে থাকা ধোনি। আগামী আইপিএলে তার বয়স হবে ৪৫ ছুঁইছুঁই। আইপিএলের বাইরে তিনি আর কোন ঘরোয়া ক্রিকেটও খেলেন না।

সব মিলিয়ে আজকের ম্যাচের আগে জল্পনা তুঙ্গে ধোনি কি বিদায় বলতে চলেছেন? এই ম্যাচের আগে দলের হয়ে কথা বলতে আসা সহকারি কোচ শ্রীধরণ শ্রীরাম জানালেন তাদের জানা নেই কিছুই, 'আমি খুব বেশি জানি না এ ব্যাপারে। সত্যিই জানি না কী হতে চলেছে।'

এই কোচ জানালেন কোন একজন বা একটা নির্দিষ্ট বিভাগের জন্য নয়, তারা দল হিসেবেই ব্যর্থ হয়েছেন,  'সকলেই জানে আমরা এ বার ভাল খেলতে পারিনি। পরিকল্পনাগুলো ঠিক মতো কাজে লাগাতে পারিনি আমরা। শুধু মিডল অর্ডার বা কোনও বিভাগের ব্যর্থতা এটা নয়। গোটা দল হিসেবে মৌসুমটাই আমরা ভাল খেলতে পারিনি। তাই ফলও ভাল হয়নি। নির্দিষ্ট ভাবে কাউকে বা কোনও বিভাগকে দোষ দেওয়া যায় না।'

গণমাধ্যমে কখনই তেমন একটা সরব নন ধোনি। আইপিএলের পর তিনি ফিরে যাবেন তার নিভৃতচারি জীবন যাপনে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও ধোনি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, খুব ছোট্ট করে। কে জানে হয়ত আইপিএল ছাড়ার ঘোষণাও ঘটা করে নয়, তেমনভাবেই দিতে চলেছেন তিনি।

Comments

The Daily Star  | English
Gunfight

Local BNP leader shot dead in Dhaka’s Badda

When Kamrul was sitting on a chair on the roadside and talking with 2-3 people, two assailants on foot came from behind and shot him before fleeing the scene

1h ago