১৭ পেরুনো ব্যাটারের এনে দেওয়া সুযোগ নষ্টের দায় নিলেন ধোনি

বলা চলে অনেকটা জেতা ম্যাচ হেরে গেছে চেন্নাই সুপার কিংস। এক পর্যায়ে জেতার জন্য চেন্নাইর দরকার ছিলো ২৪ বলে ৪৩ রান, হাতে ৮ উইকেট। ওই সময় ৪৮ বলে ৯৪ করা ১৭ পেরুনো আয়ুশ মাত্রের আউট বদলে দেয় ছবি। মহেন্দ্র সিং ধোনি, শিভম দুবেরা করতে পারেননি ফিনিশিং। ধোনি অবশ্য নিজের কাঁধেই সব দায় নিচ্ছেন।

এবার আইপিএল থেকে ছিটকে গেছে চেন্নাই, শেষ কয়েকটি ম্যাচ তারা খেলছে নিজেদের প্রাইডের জন্য। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে ২১৩ রান তাড়ায় ২ রানের হারের আক্ষেপে পুড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

রবীন্দ্র জাদেজার সঙ্গে দারুণ জুটিতে দলকে জেতার দিকে নিয়ে যাচ্ছিলেন মাত্রে। ১৭তম ওভারে লুঙ্গি এনগিদির স্লোয়ারে ক্যাচ দিয়ে তিনি যখন ফেরেন তখনো ম্যাচ হেলে চেন্নাইর দিকে। পরের বলেই বিদায় নেন ডিওয়াল্ড ব্রেভিস, যদিও এলবিডব্লিউর আউটে রিভিউ নিলেই বাঁচতেন তিনি।

এরপর ক্রিজে আসা ৪৩ পেরুনো ধোনি মেটাতে পারেননি দলের দাবি। এক ছক্কা মারলেও কাজ শেষ না করে বিদায় নেন ৮ বলে ১২ রান করে। পরে শিভম দুবে মেলাতে পারেননি শেষ ওভারের সমীকরণ।

ম্যাচ শেষে অবশ্য অন্য কারো না, নিজের কাঁধেই দায় চাপালেন অভিজ্ঞ অধিনায়ক, 'দেখুন, যদি ওভারটা দেখি তাহলে মনে হয় আমি যখন ক্রিজে গিয়েছিলাম আমার আরও কিছু শট মারা দরকার ছিলো, তাহলে হয়ত চাপটা সরে যেত। আমি দায়টা নিজের কাঁধে নিচ্ছি।'

শেষ ওভারে জেতার জন্য দরকার ছিলো ১৫ রান। ধোনির সঙ্গে ক্রিজে ছিলেন ৪৫ বলে ৭৭ করা জাদেজা।  প্রথম দুই বলে ২ রান আনার পর তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন ধোনি। দুবে এসেই নো-বলে ছক্কা মেরে সমীকরণ নামান ৩ বলে ৬ রানে, যার একটি ফ্রি-হিট। তবে বোলার ইয়াশ দয়াল নিখুঁত লেন্থে আটকে রাখেন ব্যাটারদের।

এদিন আগে ব্যাটিং পেয়ে জ্যাকব বেথেলের ৩৩ বলে ৫৫ ও বিরাট কোহলির ৩৩ বলে ৬২ রানের পর শেষ দিকে মাত্র ১৪ বলে রোমারিও শেফার্ডের ৫৩ রানের তাণ্ডবে ২১৩ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ১৭ পেরুনো আয়ুশ মাত্রের ব্যাটে শেষ বল পর্যন্ত ম্যাচে থেকেও হতাশায় পুড়ে চেন্নাই। হারের পেছনে নিজের দায় ছাড়ায় রোমারিও ঝড়ের কথা আলাদাভাবে বলেছেন ধোনি,  'তারা ভালো শুরু করে। পরে আমরা ফিরে আসি কিন্তু রোমারিও শেফার্ড ডেথ ওভারে ছিলো দুর্দান্ত। আমাদের বোলাররা যেখানেই বল করছিল সে বড় শট খেলছিলো।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago