চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি, চেলসি ও নিউক্যাসল

চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে অনেক আগেই। রানার্সআপও এক অর্থে নিশ্চিতই ছিল। তবুও সবার নজর ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনের ম্যাচগুলোর ফলাফলে। কারণ আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার শেষ তিনটি জায়গার জন্য লড়াই করছিল পাঁচটি দল।

শেষ পর্যন্ত সেই লড়াইয়ে উতরে গেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। সিটি ও চেলসি জয় পেলেও হেরে গেছে নিউক্যাসল। তবে এভারটনের কাছে হেরেও পয়েন্ট তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছে দলটি। কারণ অন্য দুই প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা ও নটিংহ্যাম ফরেস্ট হেরে গেছে নিজ নিজ ম্যাচে।

রোববার প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শেষদিনে ক্র্যাভেন কটেজে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে মৌসুম শেষ করেছে ম্যান সিটি। ম্যাচের ২১তম মিনিটে ইল্কাই গুন্দোগান দারুণ এক ওভারহেড কিকে দলকে এগিয়ে দেন। যা মৌসুমে তার দ্বিতীয় গোল। এরপর ৭২তম মিনিটে সফল স্পটকিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড।

নটিংহ্যামকে ১-০ গোলে হারিয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে চেলসি। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ব্লুজরা। বিরতির পর পাঁচ মিনিটের মধ্যে পেদ্রো নেতোর ক্রসে হেড করে একমাত্র ও জয়সূচক গোলটি করেন লেভি কোলউইল।

এই জয় চেলসিকে এনে দিয়েছে লিগ টেবিলের চতুর্থ স্থান। আর হেরে যাওয়া ফরেস্ট শেষ করেছে সপ্তম স্থানে। ফলে পরেরবার কনফারেন্স লিগে খেলবে দলটি। যদিও দীর্ঘ সময় টেবিলের সেরা চারেই ছিল তাদের অবস্থান। কিন্তু শেষদিকে এসে পথ হারিয়ে ফেলে তারা।

ভিলাকে হারিয়ে হতাশাজনক মৌসুমে খানিকটা স্বস্তি পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় ভিলা। রাসমুস হয়লুন্ডকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এরপর ৭৬তম মিনিটে আমাদ দিয়ালো ও ম্যাচের শেষদিকে ক্রিস্টিয়ান এরিকসেন পেনাল্টি থেকে গোল করলে জয় পেয়েছে ইউনাইটেড।

এই হারের আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলেই সন্তুষ্ট থাকতে হবে ভিলাকে। ড্র করতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতো দলটি। কিন্তু ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। শেষ পর্যন্ত ষষ্ঠ স্থানে শেষ করেছে তারা। ফলে এভারটনের কাছে ১-০ গোলে হেরেও পঞ্চম স্থান দখল করে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রী হয়েছে নিউক্যাসল।

অ্যানফিল্ডে ১-১ গোলে ড্র করে মৌসুম শেষ করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচের নবম মিনিটে ইসমাইলা সার গোল করে প্যালেসকে এগিয়ে দেন। এরপর ৬৮তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। দাইচি কামাদাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রায়ান গ্র্যাভেনবার্চ। তবে ৮৪তম মিনিটে বক্সের ভেতর থেকে চমৎকার ফিনিশিংয়ে মৌসুমের ২৯তম গোল করে সমতা ফেরান মোহামেদ সালাহ।

সেন্ট মেরিস স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপে অবনমিত হওয়া সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে আর্সেনাল। ৪৩তম মিনিটে কিয়েরান টিয়ার্নির গোলে এগিয়ে যায় গানাররা। তবে ৫৬তম মিনিটে রস স্টুয়ার্ট গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের। এরপর ৮৯তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে জয়সূচক গোলটি করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

অন্যদিকে, ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া টটেনহ্যাম হটস্পার হেরেছে বড় ব্যবধানে। ব্রাইটন অ্যান্ড হোভ এলবিয়নের কাছে ৪-১ ব্যবধানে রীতিমতো উড়ে গেছে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া দলের তালিকা:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার।

উয়েফা ইউরোপা লিগ: অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস

উয়েফা কনফারেন্স লিগ: নটিংহ্যাম ফরেস্ট।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago