প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড় হয়ে সালাহর ইতিহাস

ছবি: এএফপি

চলতি মৌসুমে লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মোহামেদ সালাহ। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোতেও পারদর্শিতা দেখিয়েছেন মিশরের অভিজ্ঞ ফরোয়ার্ড। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রত্যাশিতভাবেই প্রতিযোগিতাটির ২০২৪-২৫ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

শনিবার মৌসুমসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন ৩২ বছর বয়সী সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।

এতে ইতিহাসের পাতায়ও ঠাঁই নিয়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে দুবার করে মৌসুমের সেরা খেলোয়াড় হওয়া পঞ্চম ফুটবলার তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন ফ্রান্সের থিয়েরি অঁরি (২০০৩-০৪ ও ২০০৫-০৬), পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো (২০০৬-০৭ ও ২০০৭-০৮), সার্বিয়ার নেমানিয়া ভিদিচ (২০০৮-০৯ ও ২০১০-১১) ও বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা (২০১৯-২০ ও ২০২১-২২)।

এবারের প্রিমিয়ার লিগে লিভারপুলের ৩৭ ম্যাচের সবকটিতে মাঠ নেমেছেন সালাহ। অনন্য ধারাবাহিকতার ছাপ রেখে ২৮টি গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে এবং ১৮টি অ্যাসিস্ট করে গোলে সহায়তাকারীদের তালিকাতেও শীর্ষে আছেন তিনি। ফলে ৩৮ ম্যাচের লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে (৪৬টি) সম্পৃক্ত থাকার রেকর্ড ইতোমধ্যে নিজের করে নিয়েছেন। আগের কীর্তি ছিল যৌথভাবে আর্সেনালের সাবেক ফরোয়ার্ড অঁরি ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের (৪৪টি)।

আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড। অবিশ্বাস্য কিছু না ঘটলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে সালাহর গোল্ডেন বুট জয় একরকম নিশ্চিত। কারণ দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেক্সান্দার ইসাকের গোল ২৩টি। সেক্ষেত্রে সর্বোচ্চ চারবার গোল্ডেন বুট জিতে অঁরির রেকর্ডে ভাগ বসাবেন সালাহ।

আরও একটি অর্জন হাতছানি দিচ্ছে সালাহকে, যা প্রিমিয়ার লিগে ইতিহাসে আগে কেউ করতে পারেননি। একই মৌসুমে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার (সর্বোচ্চ অ্যাসিস্টদাতার পুরস্কার) ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসলের মিডফিল্ডার জ্যাকব মারফির অ্যাসিস্ট ১২টি।

প্রিমিয়ার লিগ আগে যখন ৪২ ম্যাচের ছিল, তখন এক মৌসুমে সর্বোচ্চ ৪৭টি গোলে সম্পৃক্ত থাকার কীর্তি যৌথভাবে আছে নিউক্যাসলের সাবেক স্ট্রাইকার অ্যান্ড্রু কোল (১৯৯৩-৯৪) ও ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়েরারের (১৯৯৪-৯৫)। এই তালিকায় যুক্ত হতে আর একটি গোল বা অ্যাসিস্ট দরকার সালাহর। শেষ রাউন্ডে ঘরের মাঠ অ্যানফিল্ডে তার দল লিভারপুলের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago