ফ্রান্সের কোচ হতে তর সইছে না জিদানের

২০২৫ সালের ২৫ মে, মোনাকোর সার্কুই দ্য মোনাকো ট্র্যাকে আলপাইন দলের ব্যালকনি থেকে সাবেক ফরাসি ফুটবল তারকা ও কোচ জিনেদিন জিদান, তার স্ত্রী ভেরোনিক জিদান এবং ছেলে এনজো জিদান একসঙ্গে উপভোগ করলেন ফর্মুলা ওয়ান মনাকো গ্রাঁ প্রি। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন জিনেদিন জিদান — দেশটির ফুটবল মহলে এমন গুঞ্জন অনেকদিন ধরেই। এবার নিজেই সেই ইঙ্গিত দিলেন কিংবদন্তি এই মিডফিল্ডার। জানালেন, ফ্রান্স দলের কোচ হওয়া তার 'স্বপ্ন' এবং এই দায়িত্ব নেওয়ার জন্য 'অপেক্ষা করে আছেন' তিনি।

সোমবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ৫২ বছর বয়সি জিদান। এই অনুষ্ঠান আয়োজন করেছিল তার দীর্ঘদিনের স্পন্সর অ্যাডিডাস। ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।

ফ্রান্সের কোচ হওয়া প্রসঙ্গে জিদান বলেন, 'ফ্রান্স জাতীয় দলের জন্য নিজেকে যোগ্য মনে করি। আমি সেখানে খেলেছি, ১২–১৪ বছর তো ছিলামই। অবশ্যই এটা আমার স্বপ্ন। আমি আর অপেক্ষা করতে পারছি না।'

ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে দুই গোল করে শিরোপা জয়ী নায়ক হয়ে উঠেছিলেন জিদান। সেই ম্যাচে তার মিডফিল্ড সঙ্গী ছিলেন বর্তমান কোচ দিদিয়ের দেশম। দুইজন মিলে ২০০০ সালে ইউরোতেও দলকে এনে দিয়েছিলেন শিরোপা।

২০১২ সাল থেকে ফ্রান্স দলের কোচ হিসেবে আছেন দেশম। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে। তবে তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর কোচিং থেকে সরে দাঁড়াবেন।

অন্যদিকে, জিদান রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা এনে দিয়েছেন। তবে ২০২১ সালে রিয়ালে নিজের দ্বিতীয় কোচিং মেয়াদ শেষ হওয়ার পর থেকে আর কোনো দলের দায়িত্ব নেননি।

Comments

The Daily Star  | English

‘For 15 years I fought for BNP leaders and activists, today they pushed me’

Rumeen Farhana says she was almost knocked down during clash at EC over Brahmanbaria boundaries

41m ago