অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল

হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নোয়াখালীতে অতিবৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল।

বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। 

হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আজ বৃহস্পতিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকায় আজ সকাল থেকে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত হাতিয়ার নৌপথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকায়। এতে দুর্ভোগে পড়েছে মানুষ ও জাতীয় উদ্যানের হরিণ। 

উপজেলার চরইশ্বর, নলচিরা, ঢালচর, সুখচর, চরঘাসিয়াসহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠতে শুরু করেছে। উপকূলীয় এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় দিন পার করছেন।

নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারের ব্যবসায়ী মো. আজমীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে হঠাৎ করে বৃষ্টি, ঝড়-বাতাস বাড়তে থাকে। সকাল ১০টার দিকে স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বেশি পানি প্রবেশ করে।'

'ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে কয়েকশ পুকুরের মাছ ভেসে গেছে,' বলেন তিনি।

নিঝুম দ্বীপের বাসিন্দা মো. বাবলু মিয়া বলেন, 'ভোর থেকে হাতিয়াতে ভারী বৃষ্টি হচ্ছে। দ্বীপের কয়েকটি প্রধান সড়ক প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে নিচু অঞ্চলের বাড়িগুলোতে। বেড়িবাঁধ না থাকায় সহজে জোয়ারের পানি ঢুকে পড়েছে।'

স্থানীয়রা জানান, দ্বীপের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জোয়ারে নতুন এলাকা প্লাবিত হলে পানিবন্দীর সংখ্যা আরও বাড়বে।  

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান ডেইলি স্টারকে বলেন, 'অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপের বিভিন্ন মাছের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে। নির্দিষ্ট সংখ্যা খোঁজ নিয়ে শুক্রবার জানানো হবে।'

ইউএনও মো. আলাউদ্দিন বলেন, 'উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখা হয়েছে।'

'অস্বাভাবিক জোয়ারের কারণে নিঝুম দ্বীপ প্লাবিত হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে,' বলেন তিনি।


 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago