গানেই শাকিব-সাবিলার ‘তাণ্ডব’ 

‘লিচুর বাগানে’ গানের পোস্টার। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার সিনেমা 'তাণ্ডব'-এর নতুন গান 'লিচুর বাগানে' প্রকাশ পেয়েছে। গানটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন ভাগাভাগির মাধ্যমে বাজিমাত করেছেন সাবিলা নূর। 

লোকজ ফোক আর ওয়েস্টার্ন ফ্লেভারের মিশ্রণে বাংলা গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার। আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। 

গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন, সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন।

ইউটিউবে ২০ ঘণ্টায় ৪০ লাখের বেশি ভিউ হয়েছে এই গান। গানটিকে কেউ কেউ আইটেম গান বললেও নির্মাতা রায়হান রাফী বলছেন, এটা দেশি গান।

'তাণ্ডব' সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূরসহ অনেকেই। 
 

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

9m ago