ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: মাসুক হৃদয়/স্টার

কুমিল্লা-সিলেট মহাসড়কে দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে সড়কে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ছবি: মাসুক হৃদয়/স্টার

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠছে। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনা ঘটে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

ছবি: মাসুক হৃদয়/স্টার

 

Comments