যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫৯ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতী উপজেলার পুংলি এলাকা থেকে সকাল ৮টায় তোলা ছবি। ছবি: স্টার

গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে এবং তিন কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ৩০ হাজার ৮৪৫টি উত্তরমুখী যানবাহন এবং ২১ হাজার চারটি ঢাকামুখী যানবাহন সেতু পারাপার হয়েছে।

উত্তরের জেলাগুলোর গেটওয়ে হিসাবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৬টি জেলাসহ মোট ২৩টি জেলার অন্তত ১১৬টি রুটের ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদে এই সংখ্যা বেড়ে তিনগুণ হয়ে যায়। এতে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে, বিশেষ করে যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে ঈদে ঘরে ফেরা মানুষ।

এদিকে পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। যার ফলে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট তৈরি হয়।

অতিরিক্ত গাড়ির চাপ, রাস্তায় গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে ভোর রাত থেকে মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দেয়। ফলে ভোগান্তিতে পড়ে হাজারো ঘরমুখো মানুষ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শরীফ ডেইলি স্টারকে জানান, দুপুরের পর থেকে মহাসড়কে থেমে থেমে গাড়ি চলছে। যানজট নিরসনে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

51m ago