আনচেলত্তির অভিষেকেও বিবর্ণ ব্রাজিল পারল না জিততে

ছবি: এএফপি

ডাগআউটে নতুন কোচের দেখা মিললেও ব্রাজিলের পারফরম্যান্সে কোনো পরিবর্তন এলো না। কার্লো আনচেলত্তির অভিষেক ম্যাচে সেই পুরনো বিবর্ণ ফুটবলই খেলল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বল দখল থেকে লক্ষ্যে শট রাখা— সব পরিসংখানেই পিছিয়ে থাকা সেলেসাওরা মাঠ ছাড়ল পয়েন্ট ভাগাভাগি করে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় সকালে ইকুয়েডরের মাঠে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া ইকুয়েডর গোল ব্যবধানে রয়েছে দ্বিতীয় স্থানে।

গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ম্যাচে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া একাদশ প্রায় আমূল বদলে ফেলেন আনচেলত্তি। নয়টি পরিবর্তন আনেন ৬৫ বছর বয়সী অভিজ্ঞ কোচ। জায়গা ধরে রাখেন কেবল ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু খেলার ধরন দেখে মনে হয়েছে, ব্যর্থতা নিয়ে বিদায় হওয়া আগের কোচ দরিভাল জুনিয়রের অধীনেই খেলছে ব্রাজিল!

ছবি: এএফপি

দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই আনচেলত্তি দলকে একেবারে বদলে ফেলবেন, এমন উচ্চাশাও বাড়াবাড়ি। তবে ব্রাজিলের খেলায় এবারও পাওয়া যায়নি কাঙ্ক্ষিত ঝাঁজের ছিটেফোঁটা। আচমকা কিছু আক্রমণ তৈরি হলেও ফুটবলারদের সামগ্রিকভাবে বোঝাপড়ার বেশ অভাব ছিল। সেই তুলনায় ইকুয়েডর ছিল উজ্জ্বল।

ম্যাচের ৪৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলমুখে মাত্র তিনটি শট নিয়ে দুটি লক্ষ‍্যে রাখে আনচেলত্তির দল। অন‍্যদিকে, স্বাগতিকদের সাতটি শটের মধ্যে তিনটি ছিল লক্ষ‍্যে। তারা যদি ফিনিশিংয়ে দুর্বলতা না দেখাত, তাহলে ব্রাজিল হারের তেতো স্বাদও পেতে পারত!

ইকুয়েডর শুরু থেকে প্রাণবন্ত থাকলেও ২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ আসে ব্রাজিলের সামনে। তবে বক্সের ভেতর থেকে নেওয়া ভিনিসিয়ুসের শট এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক গঞ্জালো ভায়ে। পাঁচ মিনিট পর পেরভিস এস্তুপিনিয়ানের ফ্রি-কিক পাঞ্চ করতে গিয়ে বলের নাগাল পাননি আলিসন। ফলে সুযোগ মিলে যায় স্বাগতিকদের। কিন্তু ফাঁকা জাল পেলেও জটলার মধ্য থেকে প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারেননি উইলিয়ান পাকো।

৩৩তম মিনিটে দূরের পোস্টে এস্তেভাওয়ের ক্রসে অনেক দিন পর ব্রাজিল দলে ফেরা কাসেমিরোর হেড চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। পাঁচ মিনিট পর স্বাগতিকদের জন ইবোয়াহ বক্সের ভেতরে ফাঁকায় থাকলেও করেন লক্ষ্যভ্রষ্ট হেড। প্রথমার্ধে এমন চিত্রের পর দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার গতি বেশ কমে যায়।

৬৪তম মিনিটে এস্তেভাও ও রিচার্লিসনের জায়গায় বদলি হিসেবে নামেন মাথেয়াস কুনিয়া ও গাব্রিয়েল মার্তিনেলি। তাতে অবশ্য সফরকারীদের খেলায় পরিবর্তন আসেনি। তিন মিনিট পর পায়ের কারিকুরিতে বক্সে ঢুকে পড়েন ইবোয়াহ। তার নিচু শট সহজেই লুফে নেন আলিসন।

৭৬তম মিনিটে কাসেমিরোর আচমকা শট ঝাঁপিয়ে ঠেকান ভায়ে। পরের মিনিটে এস্তুপিনিয়ান প্রায় ৩০ গজ দূর থেকে নেন দূরপাল্লার শট। তা পরাস্ত করতে পারেনি ব্রাজিলের গোলরক্ষক আলিসনকে। খেলার বাকি অংশে ইকুয়েডর চাপ প্রয়োগ করলেও গোলের দেখা আর পায়নি কেউই।

বাছাইয়ের পরের ম্যাচে ঘরের মাঠে সেলেসাওরা লড়বে প্যারাগুয়ের বিপক্ষে। আগামী বুধবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে।

Comments

The Daily Star  | English
violence-against-women

Provost to nightguard: Different faces, same disregard for women

The widespread unrest at Chittagong University and adjacent villages where students and villagers clashed with each other for the better part of a day, had begun with a nightguard assaulting a female student who had returned to her mess, reportedly at 11:00pm

31m ago