উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা

ছবি: এএফপি

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির জয়ে সোমবার সকালেই দুর্দান্ত একটি গোল করেছেন লিওনেল মেসি। মেজর সকার লিগের ম্যাচটিতে তিনি মাঠে ছিলেন পুরোটা সময়। কিন্তু রাতেই এসেছে দুঃসংবাদ। রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা ভুগছেন ফিটনেস ঘাটতিতে। তাই তাকে ছাড়াই আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসে দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় অনুসারে, আগামী ২২ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটে মন্তেভিদিওতে উরুগুয়ের আতিথ্য নেবে তারা। এরপর ২৬ মার্চ সকাল ৬টায় ঘরের মাঠ বুয়েন্স এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে মোকাবিলা করবে দলটি। ম্যাচগুলোর জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সেখানে নেই ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড মেসির নাম।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে, মায়ামির হয়ে খেলাকালীনই ডান পায়ের অ্যাডাক্টর (ঊরুর) পেশিতে অস্বস্তি অনুভব করেছেন মেসি। অর্থাৎ পুরো ফিট নন তিনি। তাই ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নাম থাকলেও চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন। সমস‍্যা যেন আরও প্রকট আকার ধারণ না করে, সেজন‍্য আপাতত মায়ামিতেই থাকবেন তিনি।

ফিটনেস ঘাটতির কারণে মাঝে এমএলএসের ক্লাবটির হয়ে তিনটি ম্যাচ খেলা সম্ভব হয়নি মেসির। ফিরে এসেও মাঠের ভেতরে বেশিদিন টিকতে পারলেন না। গত বছরের সেপ্টম্বরেও চোটের জন‍্য বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম‍্যাচে খেলতে পারেননি তিনি। একটিতে নিজেদের মাটিতে চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা, অন‍্যটিতে কলম্বিয়ার মাঠে তারা হেরে গিয়েছিল ২-১ গোলে।

মেসির অনুপস্থিতি নিঃসন্দেহে তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জন‍্য অনেক বড় আঘাত। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের অর্জন ২৫ পয়েন্ট। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। পাঁচে থাকা রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের পয়েন্ট ১৮।

আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্‌তার বেনিতেজ (পিএসভি আইন্দহোফেন);

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), জার্মান পেজ্জেয়া (রিভারপ্লেট), লিওনর্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মদিনা (লেঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ);

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), এঞ্জো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), আলেক্সিস ম্যাক অ্যালিস্তার (লিভারপুল), মাক্সিমো পেরোন (কোমো);

ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে (অ্যাতলেতিকো মাদ্রিদ), বেঞ্জামিন দমিঙ্গেজ (বোলোনিয়া), থিয়াগো আলমাদা (লিওঁ), নিকোলাস গঞ্জালেজ (জুভেন্তাস), নিকো পাজ (কোমো), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ)।

Comments

The Daily Star  | English

IMF slashes global growth outlook on impact of Trump tariffs

Worldwide economic output will slow in the months ahead as US President Donald Trump's steep tariffs on virtually all trading partners begin to bite

5m ago