লালমনিরহাটে বাস খাদে পড়ে আহত ৫৫

ফটো: স্টার

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর-মোস্তফি সড়কের বুদারতলা এলাকায় একটি বাস খাদে পড়ে অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আট জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়, যাদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বাদল কুমার মণ্ডল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বাসে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চালকের অসাবধানতাই এ দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।'

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল। পথে বুদারতলা এলাকায় একটি বাঁকে দ্রুতগতিতে মোড় নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আহত যাত্রী সোহানুর ইসলাম জানান, 'বাস খুব দ্রুত গতিতে চলছিল। মণ্ডলেরহাট পার হয়ে বুদারতলায় আসার পর একটি মোড়ে হঠাৎ করেই বাঁক নিতে গেলে সড়কের পাশে উল্টে যায়। অনেকে গুরুতর আহত হয়েছেন।'

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিরা হোসেন চৌধুরী বলেন, 'গুরুতর আহত আটজনকে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালে এখনো ২৫ জন চিকিৎসাধীন, তবে তারা শঙ্কামুক্ত।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

10h ago