টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

স্টার্ক-কামিন্সদের পেসে কাঁপছে দক্ষিণ আফ্রিকাও

মেঘলা আকাশের নিচে বোলিং বেছে কাগিসো রাবাদার তোপে অস্ট্রেলিয়াকে অল্প রানে আটকে দিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাট করতে নেমে তারাও পড়েছে মহাবিপদে। একই কন্ডিশনে আগুন ঝরাচ্ছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। পঞ্চাশ রানের আগেই ৪ ব্যাটারকে হারিয়ে ফেলেছে তারা। 

বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে উইকেট পড়েছে ১৪টি। অজিরা ২১২ রানে গুটিয়ে যাওয়ার পর ৪ উইকেটে ৪৩ রান তুলে দিন শেষ করেছে প্রোটিয়ারা। 

চা-বিরতির খানিক পর রাবাদার পাঁচ উইকেট শিকারে দুইশো পার করেই আটকে যায় অস্ট্রেলিয়া। এরপর ব্যাট করতে নেমে তাসের ঘর দক্ষিণ আফ্রিকান ব্যাটিং। 

প্রথম ওভারেই এইডেন মার্করামকে বোল্ড করে দেন স্টার্ক।  আরেক ওপেনার রায়ান রিকেলটন ছিলেন ইতিবাচক। তাকে দুই অঙ্কে যাওয়ার পর শিকার ধরেন স্টার্ক। 

তিনে নামানো ভিয়ান মুল্ডার ছিলেন কুঁকড়ে। এক পর্যায়ে আড়ষ্ট হয়ে যান তিনি। ৪৪ বল খেলে ৬ রান করে তার বিদায় কামিন্সের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়। একই ধরণের ডেলিভারিতে স্টাম্প খোয়ান ট্রিস্টিয়ান স্টাবস। অধিনায়ক টেম্বা বাভুমা ৩৭ বলে ৩ রান করে ক্রিজে আছেন। ৯ বলে ৮ রান করে তার সঙ্গী ডেভিড বেডিংহ্যাম।

দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা স্যুয়িং নির্ভর কন্ডিশনে রক্ষণ সামলে খেলতে গিয়ে বিপদ বাড়িয়েছেন বেশি। ২২ ওভার খেলে তাদের স্কোরবোর্ডে জমা হয় কেবল ৪৩। নেতিবাচক অ্যাপ্রোচে ব্যাট করায় বোলারদের উপর চাপ দিতে পারছেন না তারা, অজিরা সহজেই তাই দাপট দেখাচ্ছেন। 

এর আগে সকালে কন্ডিশন কাজে লাগিয়ে ঝাঁজ দেখান রাবাদা। ৫১ রানে ৫ উইকেট নেন তিনি। 

অস্ট্রেলিয়ার ইনিংসের রিপোর্ট পড়ুন এখানে-  রাবাদার ঝাঁজে অল্প রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

5h ago