ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্রবাহিনী প্রধান বাঘেরি নিহত

ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি। ফাইল ছবি: এএফপি
ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি। ফাইল ছবি: এএফপি

নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধান (চিফ অব স্টাফ) মোহাম্মদ বাঘেরি।

আজ দিনের শুরুতে তেহরানসহ ইরানের বেশ কয়েকটি শহরে চালানো ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায়। এ ধরণের এক হামলায় নিহত হন বাঘেরি। 

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। 

টিভিতে প্রচারিত সংবাদে বলা হয়, 'সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি নিহত হয়েছেন।'

এর আগে বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটি।

পাশাপাশি, পৃথক হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী।

নিহতরা হলেন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মাদ-মেহদি তেহরানচি এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ও পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত হামলা 'অত্যন্ত সফল' হয়েছে।

নেতানিয়াহু হুশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের শুরুতে এটা ছিল প্রথম পর্যায়ের হামলা।

'আমরা প্রাথমিক হামলা চালিয়েছি, যা খুবই সফল হয়েছে এবং ঈশ্বরের সহায়তায় আমরা আরও অনেক কিছু অর্জন করব', যোগ করেন নেতানিয়াহু।

এদিকে ইসরায়েলকে এই হামলার জন্য 'শাস্তি' দেবেন বলে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর খামেনি তার বক্তব্যে বলেন, 'জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।'

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ সকালে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই হামলা চালানো হয়েছে।

আগে রেকর্ড করে রাখা ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, 'আমরা ইসরায়েলের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছি।'

'পরমাণু অস্ত্র তৈরিতে নিয়োজিত ইরানের বিজ্ঞানী, দেশটির ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নাতাঞ্জ ইউরেনিয়াম পরিশোধনাগার লক্ষ্য করে এই সামরিক অভিযান শুরু হয়েছে', যোগ করেন নেতানিয়াহু।

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

9h ago