রেকর্ড ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে ভিরৎজকে নিচ্ছে লিভারপুল

ছবি: এএফপি

রেকর্ড ট্রান্সফার ফিতে জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজকে দলে নিতে যাচ্ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা সেজন্য সমঝোতায় পৌঁছেছে তার বর্তমান ক্লাব বায়ার লেভারকুসেনের সঙ্গে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শুক্রবার এই খবর দিয়েছে। তারা জানিয়েছে, প্রাথমিকভাবে ভিরৎজের জন্য ১০ কোটি পাউন্ড খরচ করতে হবে লিভারপুলকে। বিভিন্ন শর্তের কারণে বোনাস হিসেবে যোগ হতে পারে আরও ১ কোটি ৬০ লাখ পাউন্ড। সেক্ষেত্রে সব মিলিয়ে অঙ্কটা দাঁড়াবে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড।

অলরেডরা যদি শর্তগুলোতে উল্লিখিত সাফল্য অর্জন করে, তাহলেই কেবল বোনাসের অর্থ পরিশোধ করতে হবে তাদের। তখন ব্রিটিশ ক্লাবগুলোর জন্য ট্রান্সফার ফির নতুন রেকর্ড হবে এটি।

প্রাথমিক হিসাবে ব্রিটিশ রেকর্ডটি বর্তমানে চেলসির দখলে। ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজকে তারা কিনেছিল ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে। ওই বছরেরই আগস্টে দলটি প্রাথমিকভাবে ১০ কোটি পাউন্ড খরচ করেছিল মোইসেস কাইসেদোকে পেতে। ইকুয়েডরের মিডফিল্ডারের জন্য বোনাসসহ অঙ্কটা মোট ১১ কোটি ৫০ লাখ পাউন্ড হতে পারে।

ভিরৎজের ট্রান্সফার ফি অবশ্য লিভারপুলের জন্য নতুন রেকর্ড। ২০২২ সালের জুনে বেনফিকা থেকে দারউইন নুনেজকে তারা কিনেছিল প্রাথমিকভাবে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড দিয়ে। বোনাসসহ পরে তা পৌঁছেছিল ৮ কোটি ৫০ লাখ পাউন্ডে। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে সাউদাম্পটন থেকে নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের জন্য তাদের গুণতে হয়েছিল ৭ কোটি ৫০ লাখ পাউন্ড।

২২ বছর বয়সী ভিরৎজের প্রতি আরও আগ্রহ ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। তবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই অ্যানফিল্ডের ক্লাবটিতে যেতে ইচ্ছুক ছিলেন। তাই লেভারকুসেনের ১২ কোটি ৬০ লাখ পাউন্ডের চাহিদার চেয়ে কমে তাকে পাচ্ছে লিভারপুল।

মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল ভিরৎজের। ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত কেবল লেভারকুসেনের জার্সিতেই খেলেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল করেছেন। আর ২০২১ সালে জার্মানির হয়ে অভিষেকের পর জাতীয় দলের হয়ে করেছেন ৩১ ম্যাচে ৭ গোল।

২০২৩-২৪ মৌসুমে ইতিহাস গড়ে অপরাজিত থেকে প্রথমবারের মতো জার্মান বুন্ডেসলিগার শিরোপা জিতেছিল লেভারকুসেন। সেখানে ছিল ভিরৎজের গুরুত্বপূর্ণ অবদান। তিনি সেবার নির্বাচিত হয়েছিল বুন্ডেসলিগার মৌসুমসেরা খেলোয়াড়।

এবারের গ্রীষ্মে লেভারকুসেন থেকে লিভারপুলে নাম লেখানো দ্বিতীয় খেলোয়াড় হচ্ছেন ভিরৎজ। এর আগে নেদারল্যান্ডসের ফুলব্যাক জেরেমি ফ্রিমপংকে এনেছে তারা। সেজন্য খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড।

সবশেষ ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় লিভারপুল। ক্লাবটির দায়িত্ব নিয়ে অভিষেক মৌসুমেই বাজিমাত করেন ডাচ কোচ আর্নে স্লট। বর্তমানে তারা স্কোয়াডের শক্তি আরও বাড়ানোর দিকে মনোযোগী রয়েছে।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago